সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সিলেট আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিষয় নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় যোগ দিতে আজ (বৃহস্পতিবার) তারা সিলেট আসবেন। সন্ধ্যায় মহানগরীর আরামবাগের একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে গতকাল সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। এর মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতাও রয়েছেন। গত দুবার সিসিক নির্বাচনে দলীয় প্রার্থীর ভরাডুবির কারণে এবার শক্তভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় নগরীর আরামবাগের আমানউল্লাহ কনভেনশন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভা আহ্বান করা হয়েছে। নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান ও পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যেই এই সভার আয়োজন বলে জানিয়েছে দলীয় সূত্র। ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে- প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক সায়েম খানের। এদিকে গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। তারা হলেন- সিলেট সরকারি কলেজ ও সরকারি এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু এবং মোহাম্মদ আবদুল মান্নান খান। এ ছাড়া গতকাল পর্যন্ত সাধারণ ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
শক্ত প্রস্তুতিতে আওয়ামী লীগ
সিলেটে আগের নির্বাচনে পরাজয় মাথায় রেখে পরিকল্পনা, আনোয়ারের পক্ষে আসছেন কেন্দ্রীয় নেতারা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর