সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সিলেট আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিষয় নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় যোগ দিতে আজ (বৃহস্পতিবার) তারা সিলেট আসবেন। সন্ধ্যায় মহানগরীর আরামবাগের একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে গতকাল সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। এর মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতাও রয়েছেন। গত দুবার সিসিক নির্বাচনে দলীয় প্রার্থীর ভরাডুবির কারণে এবার শক্তভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় নগরীর আরামবাগের আমানউল্লাহ কনভেনশন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভা আহ্বান করা হয়েছে। নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান ও পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যেই এই সভার আয়োজন বলে জানিয়েছে দলীয় সূত্র। ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে- প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক সায়েম খানের। এদিকে গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। তারা হলেন- সিলেট সরকারি কলেজ ও সরকারি এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু এবং মোহাম্মদ আবদুল মান্নান খান। এ ছাড়া গতকাল পর্যন্ত সাধারণ ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
শক্ত প্রস্তুতিতে আওয়ামী লীগ
সিলেটে আগের নির্বাচনে পরাজয় মাথায় রেখে পরিকল্পনা, আনোয়ারের পক্ষে আসছেন কেন্দ্রীয় নেতারা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর