সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সিলেট আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিষয় নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় যোগ দিতে আজ (বৃহস্পতিবার) তারা সিলেট আসবেন। সন্ধ্যায় মহানগরীর আরামবাগের একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে গতকাল সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। এর মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতাও রয়েছেন। গত দুবার সিসিক নির্বাচনে দলীয় প্রার্থীর ভরাডুবির কারণে এবার শক্তভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় নগরীর আরামবাগের আমানউল্লাহ কনভেনশন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভা আহ্বান করা হয়েছে। নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান ও পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যেই এই সভার আয়োজন বলে জানিয়েছে দলীয় সূত্র। ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে- প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক সায়েম খানের। এদিকে গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। তারা হলেন- সিলেট সরকারি কলেজ ও সরকারি এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু এবং মোহাম্মদ আবদুল মান্নান খান। এ ছাড়া গতকাল পর্যন্ত সাধারণ ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
শক্ত প্রস্তুতিতে আওয়ামী লীগ
সিলেটে আগের নির্বাচনে পরাজয় মাথায় রেখে পরিকল্পনা, আনোয়ারের পক্ষে আসছেন কেন্দ্রীয় নেতারা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর