বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বাতাসের নিম্ন মানে শীর্ষে কাঠমান্ডু সপ্তম ঢাকা

নিজস্ব প্রতিবেদক

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউ এয়ারের র‌্যাঙ্কিয়ে গতকাল সকাল ৮টা ৪২ মিনিটে বাতাসের নিম্ন মানে বিশ্বের ১০০টি বড় শহরের মধ্যে সপ্তম অবস্থানে ছিল ঢাকা। একই সময়ে সব চেয়ে খারাপ বাতাস ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তবে বিকাল থেকে গুঁড়ি গুঁড়ি বর্ষা হওয়ায় সন্ধ্যায় দূষণ কমে আসে ঢাকার বাতাসে। সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ঢাকা ছিল ১৩তম দূষিত বায়ুর শহর। এ সময় দূষণের শীর্ষে ছিল মেক্সিকো সিটি।

বাতাসের নিম্ন মানের দিক থেকে আইকিউএয়ারের তালিকায় নিয়মিত ওপরের দিকে থাকা ঢাকার বায়ুর মান মাঝে মধ্যে বৃষ্টির কারণে বর্তমানে কিছুটা সহনশীল অবস্থায় রয়েছে। তার পরেও দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে থাকছে ঢাকার নাম। আইকিউএয়ার জানিয়েছে, গতকাল সকালের ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ মাত্রার চেয়ে ৮.৭ গুণ বেশি। বাতাস ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে সাড়ে ৪ ঘণ্টা আগে ভোর ৫টায় ঢাকার বাতাস ছিল সব শ্রেণির মানুষের জন্য অস্বাস্থ্যকর। আদর্শ মানের চেয়ে ২৫ গুণ বেশি দূষিত ছিল বাতাস। অন্যদিকে গতকাল সকাল ৮টা ৪২ মিনিটে বায়ু দূষণের শীর্ষে থাকা কাঠমান্ডু বাতাসে পিএম২.৫-এর উপস্থিতি ছিল আদর্শ মাত্রার চেয়ে ১৪.৮ গুণ বেশি।

 

 

সর্বশেষ খবর