ঘূর্ণিঝড় মোখার কারণে আজ সোমবারের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু এ পরীক্ষায় সব বোর্ডের অভিন্ন প্রশ্নপত্র হওয়ায় সব বোর্ডের পরীক্ষাই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার থেকে সব পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।