বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

বছরে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

বছরে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

বছরে প্রথমবারের মতো হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো। গতকাল সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। লেনদেনে বড় উত্থান হলেও ডিএসইতে কমেছে মূল্যসূচক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে দাম বেড়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৯৯টির এবং ১৯১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স শূন্য দশমিক ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯২০ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে নাভানা ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ টাকার। ৩০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। দাম কমেছে ৫৭টির এবং ১১০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৯ কোটি ৬১ লাখ টাকা।

সর্বশেষ খবর