মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

দুই লরির কারণে ১০ ঘণ্টার যানজট মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে ১০ ঘণ্টার যানজটের কবলে পড়েছেন যাত্রীরা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়। স্ক্যাপবাহী লরিকে পেছন থেকে আরেকটি লরি ধাক্কা দেয়। পরে ক্রেন দিয়ে চেষ্টা করেও রডবাহী লরি সরানো যায়নি। ফলে সীতাকুন্ডের বটতল এলাকা থেকে যানজট বাড়তে থাকে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, রবিবার সকালে বড় দারোগারহাট ওজোন স্কেল এলাকায় চট্টগ্রামমুখী লেনে গাড়ির কাগজপত্র তল্লাশি করে বিআরটিএ। এ ছাড়া ছোট দারোগারহাটে চট্টগ্রামমুখী লেনে সড়কের সংস্কার করে। এসব এলাকার যানজট শেষ হতে না হতেই বটতল এলাকায় দুই লরির দুর্ঘটনায় যানজট সৃষ্টি হয়।

তিনি বলেন, লরিটিতে ৩০ টন রড ছিল। পরে চট্টগ্রাম নগর থেকে ৩০ টন ধারণ ক্ষমতার ক্রেন এনে রাত সাড়ে ৮টার দিকে মহাসড়ক থেকে গাড়িটি সরানো সম্ভব হয়। এরপর ঢাকামুখী লেন সচল হয়। তবে পুরো সচল হতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে।

 

সর্বশেষ খবর