চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাগবিতন্ডার সময় প্রতিপক্ষের হামলায় মো. কায়সার (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত শুক্রবার (২ জুুন) রাত ৮টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামে এই হামলার ঘটনার ঘটে।
হামলার ঘটনায় অভিযুক্ত নুর আলম (৫৫), মো. আকবর (৩৫) ও মেজবাহ উদ্দিন (১৯) নামের ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নুর আলম ও আকবর পিতাপুত্র। নিহত কায়সার স্থানীয় ওমর আলীর পুত্র। বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কায়সারকে মারধর করলে সে গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হযেছে। বাকিদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।