মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

ঢাকেশ্বরীর স্বর্ণ চুরিতে তিন আসামির আট বছর জেল

নিজস্ব প্রতিবেদক

১২ বছর আগে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণসহ টাকা চুরির মামলায় পলাতক তিন আসামিকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন গতকাল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গরীব উল্লাহ ওরফে আসলাম, মনির হোসেন এবং মনিরুল। সাজার পাশাপাশি আসামিদের ৪ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাস জেল খাটতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান সাংবাদিকদের জানিয়েছেন, পৃথক দুই ধারায় তাদের আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে। তাই তাদের চার বছর সাজা খাটতে হবে বলে রায়ে বিচারক উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ছাড়া অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তিন আসামি শাহ আলম, সবুজ আহম্মেদ ও সেলিমকে খালাস দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০১১ সালের ৮ জানুয়ারি রাতে দুর্ধর্ষ চুরি হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। খোয়া যায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ চার লাখ ৬০ হাজার টাকা এবং পাঁচ-ছয় ভরি রুপা।

সর্বশেষ খবর