কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রুমানা রুমি (৩০) নামের এক গৃহবধূ। এ ঘটনায় এক সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছে আরও একজন। গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়া (বেইঙ্গাপাড়া) এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত গৃহবধূ রুমানা টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত নজির আহমদের মেয়ে ও সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়া (বেইঙ্গাপাড়া) এর আবদুর রাজ্জাকের স্ত্রী। সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক কলহের জেরে রুমানা রুমি ও তার স্বামী আবদুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন ঝগড়া ও মান-অভিমান চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল সকালে পাশের একটি পুকুরে দুই সন্তানসহ তিনি নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস পুকুর থেকে রুমানার লাশ উদ্ধার করেছে। পাশাপাশি এক সন্তান মো. ইয়াছিনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে চল্লিশ দিন বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলপতি (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার ব্যানার্জি বলেন, মাসহ এক সন্তানকে উদ্ধার করা হয়েছে। তবে মা মারা গেছেন। এ বিষয় নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা চালায়।