হুন্ডির মাধ্যমে চীনে টাকা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম থেকে গ্রেফতার হওয়া চারজন হলেন- ঝ্যাঙ পিং, ঝ্যাং ইরউয়া, সিয়াম চৌধুরী ও মো. আবীর হোসেন। তাদের কাছ থেকে ১৫টি স্মার্ট মোবাইল ফোন, পাঁচটি বোটন মোবাইল ফোন, একটি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির বিকাশ ও নগদ একাউন্ট সচলসহ ৩ হাজার মোবাইল সিম, একটি রাউটার ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতাররা অ্যামাজনসহ পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ও নামিদামি ই-কমার্স প্রতিষ্ঠানের নাম, ছবি ব্যবহার করে চাকরিতে নিয়োগ ও অনলাইনে পার্টটাইম কাজ করার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে।
এতে প্রভাবিত হয়ে অনেকেই টাকা দিয়ে সেখানে চাকরির জন্য আবেদন করেন। প্রতারকরা পরে ওই টাকা হুন্ডির মাধ্যমে চীনে পাচার করে। গতকাল এসব তথ্য জানান, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ।