নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর বিএনপির একটি কালো পতাকা মিছিল ও সমাবেশে সাবেক ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল, সমাবেশে ব্যবহৃত রিকশা ও মাইকের ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু ইউসুফ আলী খান টিপু ও ছাত্রদল নেতা সাহেদসহ নেতা-কর্মীরা। এ সময় হঠাৎ করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের ৫০-৬০ জন লোক লাঠি হাতে প্রেস ক্লাবের সামনে কালো পতাকা হাতে সমাবেশ করা অবস্থায় মহানগর বিএনপির নেতা-কর্মীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে হামলাকারীরা একটি করে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও সমাবেশে ব্যবহৃত মাইকের ইলেকট্রনিক্স জিনিপত্র ভাঙচুর করে। সংঘর্ষের ভিডিও করতে গেলে হামলাকারীরা মারধর করেন সময় টিভির ক্যামেরা পারসন আরিফ হোসেন ও ৭১ টিভির ক্যামেরা পারসন উল্লাসকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় বাংলানিউজ অনলাইন পোর্টালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ। বিএনপি নেতা-কর্মী ও সাংবাদিক, পথচারীসহ অনন্ত ১৫ জন আহত হন। জানা গেছে, মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই চার কমিটির পদবঞ্চিতরাই সদস্যপদ পাওয়া নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
শিরোনাম
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল