নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর বিএনপির একটি কালো পতাকা মিছিল ও সমাবেশে সাবেক ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল, সমাবেশে ব্যবহৃত রিকশা ও মাইকের ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু ইউসুফ আলী খান টিপু ও ছাত্রদল নেতা সাহেদসহ নেতা-কর্মীরা। এ সময় হঠাৎ করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের ৫০-৬০ জন লোক লাঠি হাতে প্রেস ক্লাবের সামনে কালো পতাকা হাতে সমাবেশ করা অবস্থায় মহানগর বিএনপির নেতা-কর্মীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে হামলাকারীরা একটি করে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও সমাবেশে ব্যবহৃত মাইকের ইলেকট্রনিক্স জিনিপত্র ভাঙচুর করে। সংঘর্ষের ভিডিও করতে গেলে হামলাকারীরা মারধর করেন সময় টিভির ক্যামেরা পারসন আরিফ হোসেন ও ৭১ টিভির ক্যামেরা পারসন উল্লাসকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় বাংলানিউজ অনলাইন পোর্টালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ। বিএনপি নেতা-কর্মী ও সাংবাদিক, পথচারীসহ অনন্ত ১৫ জন আহত হন। জানা গেছে, মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই চার কমিটির পদবঞ্চিতরাই সদস্যপদ পাওয়া নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
শিরোনাম
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার