নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর বিএনপির একটি কালো পতাকা মিছিল ও সমাবেশে সাবেক ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল, সমাবেশে ব্যবহৃত রিকশা ও মাইকের ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু ইউসুফ আলী খান টিপু ও ছাত্রদল নেতা সাহেদসহ নেতা-কর্মীরা। এ সময় হঠাৎ করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের ৫০-৬০ জন লোক লাঠি হাতে প্রেস ক্লাবের সামনে কালো পতাকা হাতে সমাবেশ করা অবস্থায় মহানগর বিএনপির নেতা-কর্মীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে হামলাকারীরা একটি করে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও সমাবেশে ব্যবহৃত মাইকের ইলেকট্রনিক্স জিনিপত্র ভাঙচুর করে। সংঘর্ষের ভিডিও করতে গেলে হামলাকারীরা মারধর করেন সময় টিভির ক্যামেরা পারসন আরিফ হোসেন ও ৭১ টিভির ক্যামেরা পারসন উল্লাসকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় বাংলানিউজ অনলাইন পোর্টালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ। বিএনপি নেতা-কর্মী ও সাংবাদিক, পথচারীসহ অনন্ত ১৫ জন আহত হন। জানা গেছে, মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই চার কমিটির পদবঞ্চিতরাই সদস্যপদ পাওয়া নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০