নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর বিএনপির একটি কালো পতাকা মিছিল ও সমাবেশে সাবেক ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল, সমাবেশে ব্যবহৃত রিকশা ও মাইকের ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু ইউসুফ আলী খান টিপু ও ছাত্রদল নেতা সাহেদসহ নেতা-কর্মীরা। এ সময় হঠাৎ করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের ৫০-৬০ জন লোক লাঠি হাতে প্রেস ক্লাবের সামনে কালো পতাকা হাতে সমাবেশ করা অবস্থায় মহানগর বিএনপির নেতা-কর্মীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে হামলাকারীরা একটি করে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও সমাবেশে ব্যবহৃত মাইকের ইলেকট্রনিক্স জিনিপত্র ভাঙচুর করে। সংঘর্ষের ভিডিও করতে গেলে হামলাকারীরা মারধর করেন সময় টিভির ক্যামেরা পারসন আরিফ হোসেন ও ৭১ টিভির ক্যামেরা পারসন উল্লাসকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় বাংলানিউজ অনলাইন পোর্টালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ। বিএনপি নেতা-কর্মী ও সাংবাদিক, পথচারীসহ অনন্ত ১৫ জন আহত হন। জানা গেছে, মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই চার কমিটির পদবঞ্চিতরাই সদস্যপদ পাওয়া নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
হঠাৎ সংঘর্ষ নেতাদের মারধর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর