নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর বিএনপির একটি কালো পতাকা মিছিল ও সমাবেশে সাবেক ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল, সমাবেশে ব্যবহৃত রিকশা ও মাইকের ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু ইউসুফ আলী খান টিপু ও ছাত্রদল নেতা সাহেদসহ নেতা-কর্মীরা। এ সময় হঠাৎ করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের ৫০-৬০ জন লোক লাঠি হাতে প্রেস ক্লাবের সামনে কালো পতাকা হাতে সমাবেশ করা অবস্থায় মহানগর বিএনপির নেতা-কর্মীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে হামলাকারীরা একটি করে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও সমাবেশে ব্যবহৃত মাইকের ইলেকট্রনিক্স জিনিপত্র ভাঙচুর করে। সংঘর্ষের ভিডিও করতে গেলে হামলাকারীরা মারধর করেন সময় টিভির ক্যামেরা পারসন আরিফ হোসেন ও ৭১ টিভির ক্যামেরা পারসন উল্লাসকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় বাংলানিউজ অনলাইন পোর্টালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ। বিএনপি নেতা-কর্মী ও সাংবাদিক, পথচারীসহ অনন্ত ১৫ জন আহত হন। জানা গেছে, মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই চার কমিটির পদবঞ্চিতরাই সদস্যপদ পাওয়া নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার