রংপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্কার্স পার্টির নেতা কাজী মাজিরুল ইসলাম লিটন। গতকাল দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুর নগরীর শাপলা স্টেশন রোডের ৩৮ নম্বর বাসায় ওয়ার্কার্স পার্টির সাবেক জেলা সাধারণ সম্পাদক মাজিরুল ইসলাম লিটন তার পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছেন। বায়না সূত্রে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম ডলারের বাবা শামসুদ্দিনের কাছ থেকে ওই জমি কিনে নেন লিটনের বাবা। পরবর্তীতে আশির দশকে ওই জমি নিজেদের দাবি করে শামসুদ্দিন লিটনের বাবা মফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি খারিজ করে লিটনের বাবার পক্ষে রায় দেন আদালত। এরপর শামসুদ্দিন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। বর্তমানে সেই মামলাটি বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত শনিবার বিকালে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম ডলারের নেতৃত্বে লিটনের বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ডলার, সিটি কাউন্সিলর রফিকুলসহ ১০ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন লিটন। সংবাদ সম্মেলনে লিটন বলেন, তিনি যদি প্রকৃত জমির মালিক হন, তবে প্রশাসনের মাধ্যমে এসে জমি বুঝে নিতেন। কিন্তু তিনি সন্ত্রাসী কায়দায় আমার বাড়ি দখল করার চেষ্টাসহ ভাঙচুর-লুটপাট করেছেন। যা একটা ন্যক্কারজনক ঘটনা। আমি এর সুষ্ঠু বিচার চাই। সংবাদ সম্মেলনে জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক, তারাগঞ্জ হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়, মহানগর জাসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আমরা আসামি গ্রেফতারে তৎপর রয়েছি।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক