রংপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্কার্স পার্টির নেতা কাজী মাজিরুল ইসলাম লিটন। গতকাল দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুর নগরীর শাপলা স্টেশন রোডের ৩৮ নম্বর বাসায় ওয়ার্কার্স পার্টির সাবেক জেলা সাধারণ সম্পাদক মাজিরুল ইসলাম লিটন তার পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছেন। বায়না সূত্রে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম ডলারের বাবা শামসুদ্দিনের কাছ থেকে ওই জমি কিনে নেন লিটনের বাবা। পরবর্তীতে আশির দশকে ওই জমি নিজেদের দাবি করে শামসুদ্দিন লিটনের বাবা মফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি খারিজ করে লিটনের বাবার পক্ষে রায় দেন আদালত। এরপর শামসুদ্দিন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। বর্তমানে সেই মামলাটি বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত শনিবার বিকালে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম ডলারের নেতৃত্বে লিটনের বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ডলার, সিটি কাউন্সিলর রফিকুলসহ ১০ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন লিটন। সংবাদ সম্মেলনে লিটন বলেন, তিনি যদি প্রকৃত জমির মালিক হন, তবে প্রশাসনের মাধ্যমে এসে জমি বুঝে নিতেন। কিন্তু তিনি সন্ত্রাসী কায়দায় আমার বাড়ি দখল করার চেষ্টাসহ ভাঙচুর-লুটপাট করেছেন। যা একটা ন্যক্কারজনক ঘটনা। আমি এর সুষ্ঠু বিচার চাই। সংবাদ সম্মেলনে জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক, তারাগঞ্জ হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়, মহানগর জাসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আমরা আসামি গ্রেফতারে তৎপর রয়েছি।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে লুটপাট ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর