রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় রাসেল (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- মানিক (১৯) ও এনামুল (২৩)।
মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রথমে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাসেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজন ঢামেকে চিকিৎসাধীন।
গতকাল ঢামেকে নিহত রাসেলের ভাই মোহাম্মদ হোসেন জানান, আমার ভাই মোটরসাইকেল মেকানিক। মোটরসাইকেল নিয়ে ওরা কয়েক বন্ধু মিরপুর থেকে পুরান ঢাকায় তেহারি খাওয়ার জন্য যায়। খাওয়ার পরে মিরপুরে ফেরার পথে গুলিস্তানের জিরো পয়েন্টে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে। আমাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ উপজেলায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।