ঐতিহ্যকে ধারণ করে সংস্কারের অভাবে বিলুপ্তির পথে দিনাজপুরের জয়শঙ্করের ‘জমিদারবাড়ি’। সংশ্লিষ্টরা বলছেন, অযত্ন-অবহেলায় জয়গঞ্জ জমিদারবাড়ীটি। জমিদারি থাকাকালে ওখানে জয়গঞ্জ বাজারটিও গত প্রায় ২৫ বছর আগে বিলুপ্ত হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। সংস্কার করলে আবারও নতুন রূপে ঐতিহ্য ফিরে পেতে পারে জমিদারবাড়ীটির অবয়ব। গড়ে উঠতে পারে পর্যটনের কেন্দ্রবিন্দুতে। বর্তমানে ওই এলাকায় আদর্শ গুচ্ছগ্রাম করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। জেলার খানসামা উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে আত্রাই নদীর তীরে আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ গ্রামে পুরাকীর্তির অংশ হিসেবে জয়গঞ্জ জমিদারবাড়ীটি। এখনো দূর-দূরান্ত থেকে অনেকে আসেন জয়গঞ্জ জমিদারবাড়ীটি দেখার জন্য। জমিদারবাড়ীর অনেক কিছুই নষ্টের পাশাপাশি চুরি হয়ে গেছে। স্থানীয়রাও বললেন, ইতিহাস ধরে রাখতে সংস্কার করা প্রয়োজন। তৎকালীন জমিদারদের রাজত্বকালে এ অঞ্চলটি দেখভাল করতে জমিদারবাড়ীটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু জমিদারপ্রথা রদ হওয়ার পর ১৯৪৭ সালে দেশ ভাগের আগে ওই বাড়িতে সর্বশেষ জমিদার জয়শঙ্কর ভারতের শিলিগুড়িতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্থানীয় মাহবুর রহমানসহ অনেকে জানান, খাস জমিতে থাকা পূর্ব-পশ্চিমে লম্বা একতলা বাড়িটিতে তিনটি বারান্দা, একটি বসার ঘর, একটি থাকার ঘর, সম্পদ রাখার একটি ছোট ঘর এবং একটি মন্দির কক্ষ রয়েছে। বাড়িটির তিনটি বারান্দায় ৩০টি পিলার এবং পূর্ব থেকে প্রথম ঘরটিতে নয়টি দরজা এবং সভার কাজ পরিচালনার ঘরটিতে ১০টি দরজা রয়েছে। জমিদারবাড়ীটির পুবে কয়েক গজ দূরে রয়েছে একটি ইন্দ্রা বা কুয়া; যা ওই সময় জমিদারবাড়ীতে পানি সরবরাহ করে পরিবারের কাজে ব্যবহার হতো। বর্তমানে বাড়িটির দেয়ালের অংশ এখন প্রায় ৩০-৪০ ভাগ নষ্ট হয়েছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা বাড়িটি উপজেলা প্রশাসন ২০০৬ সালে ৫০টি পরিবারের জন্য একটি গুচ্ছগ্রাম স্থাপন করে বরাদ্দ দেয়। এরই মধ্যে বাড়িটির চারপাশের প্রাচীর ধ্বংসের পথে। তবে ওই বাড়ির প্রবেশদ্বারে যে লোহার গেটি ব্যবহার হতো সেটি এখন খানসামা থানার প্রবেশপথে ব্যবহার হচ্ছে। জমিদারবাড়ীটির তিন পাশে রয়েছে তিনটি পুকুর। এ ছাড়া ওই আমলের লিচু, আম, সেগুন, তালগাছ, বকুল, শালসহ ২০-২২টি গাছ রয়েছে। খানসামার আলোকঝাড়ি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ভগ্নদশা থেকে পুরোকীর্তিটি রক্ষা করতে আমরা চাই। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও জানে। এ বিষয়ে একবার তথ্য নিয়ে যায় কিন্তু আর কোনো খোঁজ নেই। অথচ সংস্কার করলে আবারও নতুন রূপে পুরাকীর্তির ঐতিহ্য ফিরে পেতে পারে জমিদারবাড়ীটির অবয়ব। এখানে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
কালের সাক্ষী জয়শঙ্করের ‘জমিদারবাড়ি’
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম