হারিয়ে যাচ্ছে বাবুই পাখির ‘তাঁতশিল্প’। এক সময় গ্রাম-গঞ্জে উঁচু গাছের ডালে সুনিপুণভাবে বাবুই পাখি বাসা তৈরি করত। পথিক মুগ্ধ চোখে তাঁতিদের মতো সুনিপুণ শিল্পকর্মে গড়া এ পাখির বাসার দিকে চেয়ে থাকত। এ পাখিকে ভালোবেসে অনেকে নিজের প্রতিষ্ঠানেরও নামও রেখেছেন। পাখিটি বর্তমানে বিপন্নের তালিকায়। জানা গেছে, খুব সুন্দর বাসা বোনে বলে এই পাখিকে অনেকে আদর করে তাঁতিপাখি বলে ডাকেন। এদের বাসা বানানোর গঠন কৌশল বেশ জটিল আর খুব সুন্দর। বাবুই একাধিক কক্ষবিশিষ্ট বাসা তৈরি করতে পারদর্শী। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে। বাসা বানানোর জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরিয়ে যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে। বাসা তৈরির শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে। পরে একদিক বন্ধ রাখে ডিম রাখার জন্য। অন্য দিকটি লম্বা করে যাওয়া আসার জন্য। বাবুই বাসা করার জন্য নলখাগড়া ও হোগলার বনকে বেশি পছন্দ করে। কিন্তু দেশে নল ও হোগলার বন কমে যাওয়ায় আবাসস্থল সংকটের কারণে বাবুই পাখির সংখ্যা কমে যাচ্ছে। এরা মূলত বীজভোজী পাখি। এ কারণে তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী এবং চোঙাকার আর গোড়ায় মোটা। অধিকাংশ বাবুই প্রজাতির আবাস আফ্রিকায়। তবে এশিয়া মহাদেশেও এদের বিচরণ রয়েছে। এরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। বেশির ভাগ পুরুষ বাবুই বেশ উজ্জ্বল রঙের হয়। কিছু প্রজাতি তাদের প্রজনন মৌসুমে বর্ণের ভিন্নতা প্রদর্শন করে। বাংলাদেশে তিন ধরনের বাবুই দেখা যায়। দেশি বাবুই, দাগি বাবুই ও বাংলা বাবুই। গ্রীষ্মকাল এদের প্রজনন ঋতু। প্রকৃতি বিষয়ক লেখক রংপুরের বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের ইনচার্জ কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, বাংলাদেশে বাংলা ও দাগি বাবুইয়ের প্রজাতি বিলুপ্তির পথে। তবে দেশি বাবুই এখনো দেশের সব গ্রামের তাল, নারিকেল, খেজুর, রেইনট্রি গাছে দলবেঁধে বাসা বোনে। কাটা জাতীয় গাছে বাসা তৈরি করে যাতে খাবার সংগ্রহ করতে সুবিধা হয়। এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে। ফলে অনেকে মানুষ এদের বাসা ভেঙে ফেলে। এভাবে আবাসস্থল হারানোর পাশাপশি পাখির সংখ্যা কমে যাচ্ছে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল