সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করে ঢাকা অফিসার্স ক্লাব। কর্মকর্তাদের পদচারণায় মুখরিত মেজবান অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। গতকাল দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে আয়োজিত মেজবান অনুষ্ঠানে এ সম্মাননা দেন ক্লাব কর্তৃপক্ষ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মোহাম্মদ মাসুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আরও অনেকে। ঢাকা অফিসার্স ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছর ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য এ ধরনের মেজবানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে গত তিন বছর মেজবান আয়োজন সম্ভব হয়নি। ২০১৯ সালের পর আবার এ আয়োজন করা হয়। কর্তৃপক্ষ আরও জানান, বসুন্ধরা গ্রুপের সৌজন্যে এবার ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্য মিলে মোট ৭ হাজার মানুষের জন্য বিশেষ খাবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়। অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান ক্লাব কর্তৃপক্ষ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়র কর্মকর্তাদের পরস্পরের খোঁজ নিতেও দেখা যায়।
শিরোনাম
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- চার বছরের বেশি সময় পর টেস্ট একাদশে আর্চারের
- বাড্ডায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার
- ঢাকাসহ চার বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
- দীর্ঘ বিরতি ভেঙে ব্ল্যাকপিংকের অন্যরকম প্রত্যাবর্তন
- হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- হজ শেষে দেশে ফিরেছেন ৮২ হাজার ৪১৬ হাজি
- কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচের ১২ মাসের কারাদণ্ড
- মেসির রেকর্ড গড়া রাতে জয় পেল ইন্টার মায়ামি
- আসছে এআই দিয়ে নির্মিত ৩০ পর্বের সিরিজ 'ক্যাট বিগি'
- পা ভাঙার জন্য কাউকে দায়ী করছেন না মুসিয়ালা
- ইসরায়েলবিরোধী মন্তব্যে জাতিসংঘ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে আসছে বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই
- সেপটিক ট্যাংক থেকে ৪ তরুণের মরদেহ উদ্ধার
- ফুটবলে বাংলাদেশের মেয়েদের অনন্য সাফল্য
- আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা
- দুপুরের মধ্যে ঝড় হতে পারে যে সাত অঞ্চলে
- ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্কের মুখে আরও ৬ দেশ
- গাজায় আধুনিক ‘বন্দিশিবির’ গড়ার পরিকল্পনা ইসরায়েলের
অফিসার্স ক্লাবে জমজমাট মেজবান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর