দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ জাফরউল্লাহ ও তরুণ রাজনীতিবিদ নিক্সন চৌধুরীর ভোটের লড়াইয়ের আগে চলছে কথার লড়াই। তাদের বাগ্যুদ্ধে এর মধ্যেই জমে উঠেছে ফরিদপুর-৪ আসনের নির্বাচন ময়দান। তারা একে অপরের কঠোর সমালোচনা করে চলছেন বিভিন্ন সভা সমাবেশে। এর সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের রাজনীতি। এবারও দলের মনোনয়ন না পাওয়ায় স্থানীয়ভাবে নিক্সন চৌধুরীর অনেক সমর্থক ডিগবাজি খেয়ে পক্ষ বদল করে জাফরউল্লাহর সমর্থনে মাঠে নেমে পড়েছেন। এ নিয়ে গত কিছুদিন দুই পক্ষের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যেও চলছে কথামালার লড়াই। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মোট ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ফরিদপুর-৪ আসন। এ আসনে সাধারণ মানুষের আলোচনার বিষয় একটাই জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরী। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এলাকার হাটে, মাঠে, ঘাটে সর্বত্র একই আলোচনা। ফরিদপুর-৪ আসনের বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে একাদশ সংসদের এমপি হয়েছিলেন। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে তিনি এবার প্রথম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তিনি দলীয় মনোনয়ন পাননি। তবে তাতে তিনি দমে যাননি। এবারও তিনি তৃতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন নির্বাচনে। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান, দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি কাজী জাফরউল্লাহ। এই আসনে ছয় প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রে আছেন আওয়ামী লীগ ও যুব লীগের দুই প্রেসিডিয়াম সদস্য। স্বাধীনতার পর ১১ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় সাতবার সংসদ নির্বাচনে দুটি করে আসন ছিল। ১৯৭৯, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের নির্বাচনে এই তিন উপজেলা নিয়ে একটি আসন ফরিদপুর-৪। বাকি সাতবারের নির্বাচনে সদরপুর-চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ আসন, ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন। এ তিন উপজেলায় স্বাধীনতার পর কখনো একটি আসন, কখনো দুটি আসন হওয়ায় ১১ বারের নির্বাচনে ১৮ জন এমপি হয়েছেন। এর মধ্যে নয়জন আওয়ামী লীগের, চারজন জাতীয় পার্টির, দুজন বিএনপির, তিনজন স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি নির্বাচিত হন। এবারের নির্বাচন সামনে রেখে প্রাক নির্বাচনি সভা সমাবেশে কাজী জাফরউল্লাহ বলেন, আগামী নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হলে এলাকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এলাকার গরির দুঃখী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য মায়ের নামে একটি আধুনিক মানের হাসপাতাল তৈরি করার ঘোষণাও দেন। এ ছাড়া এলাকার উন্নয়নে তিনি নিজের বাবা কাজী মাহবুব উল্লাহর অবদানের কথা তুলে ধরে বলেন, ‘আমার বাবা এ এলাকার মানুষের জীবন মানের সত্যিকার উন্নয়নের জন্যই ১৯৬৫ সালে একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন। একই সঙ্গে এলাকার উন্নয়নে নিজের চাচা সাবেক এমপি ডা. কাজী আবু ইউসুফ, সহধর্মিণী সাবেক এমপি নিলুফার জাফরউল্লাহর ভূমিকার কথাও তুলে ধরেন। বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বিভিন্ন উঠান বৈঠকে, প্রাক নির্বাচনি সভা সমাবেশে এমপি হিসেবে ১০ বছর রাস্তা ঘাটসহ এলাকার উন্নয়নে নিজের অবদান মূল্যায়ন করার জন্য ‘উন্নয়ন ও মূল্যায়ন’ স্লোগান তুলে ধরে ভোট চাইছেন। তিনি করোনাকালীন সময়ে বৃদ্ধা মা ও শিশু সন্তান রেখে এলাকার মানুষের পাশে ছিলেন বলে সভাগুলোতে তুলে ধরেছেন।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
তৃতীয়বারের মতো ভোটের লড়াইয়ে জাফরউল্লাহ-নিক্সন
ভাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম