এবার কুমিল্লা-৬ সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার দাঁড়িয়ে থেকে কর্মীদের নির্দেশ দিয়ে দুই সাংবাদিককে পিটিয়েছেন। গতকাল নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে এ ঘটনা ঘটে। হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগ। এর আগে ১৮ ডিসেম্বর তিনি বিএনপি-জামায়াতের কোনো কর্মীকে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। কাজী এনামুল হক ফারুক বলেন, অফিসের লাইভ প্রোগ্রাম ছিল। যুক্ত হওয়ার জন্য স্টেডিয়াম এলাকায় আসি। এখানে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে তার নেতা-কর্মীরা আমার ওপর হামলা করেন। এ সময় তারা আমার ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগের ওপরও হামলা করেন। তারা আমার মোবাইল ফোন ও লাইভ ডিভাইস নিয়ে গেছেন। ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগ বলেন, আমরা তখন লাইভে যুক্ত ছিলাম। এমপি মহোদয় এসে আমাদের দেখিয়ে নেতা-কর্মীদের বলেন, এই ‘ফারিক্কা (এনামুল হক ফারুক), ওরে ধর।’ এ সময় নেতা-কর্মীরা ফারুক (এনামুল হক ফারুক) ভাই ও আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। এমপির পিএস আমাকে এলোপাতাড়ি মেরেছেন। তারা আমার মোবাইল ফোন এবং লাইভ ডিভাইসও নিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শী কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান বলেন, আমরা কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্বাচনি প্রচারণার নিউজ কভার করার জন্য আসি। সভা শেষে সাংবাদিকদের দেখে তিনি বলেন, কোনো টিভি সাংবাদিক আমার কভারেজে আসবে না। তখনই একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তিনি তাদের দিকে তেড়ে আসেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। তার নেতা-কর্মীরা একাত্তর টিভির প্রতিনিধি ও ক্যামেরা পারসনের গায়ে হাত তোলেন। তাদের ডিভাইস ছিনিয়ে নিয়ে যায়। শুধু আজই নয়, গত ১৮ ডিসেম্বর প্রচারণার প্রথমদিন কুমিল্লার চাঁনপুর এলাকায় তার উঠান বৈঠকে আমাকে দেখে স্টেজ থেকে মালটা ছুড়ে মারেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ওর কাছে কী আছে সবাই চেক কর’। এদিকে অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে ফোন করলে অনুষ্ঠানে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন এমপি বাহার। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি-জামায়াতের কোনো কর্মীকে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এ অভিযোগে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে একদিনে দুটি শোকজ করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাকে শোকজ করেন কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল।
শিরোনাম
- হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ
- দেশগুলোকে জলবায়ু পরিকল্পনা জমা দিতে চাপ দিচ্ছে জাতিসংঘ
- ‘বিএনপি হলো দেশ গড়ার দল’
- রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
- ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে রাশিয়া
- পুতিন, শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প
- জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে ছিল : মীর হেলাল
- সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন
- ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
- সারাদেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৪৫০
- যুদ্ধ শুরুর পর গাজায় প্রতিবন্ধী হয়েছে ২১ হাজার শিশু
- রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ
- ১৬ ঘণ্টা পর ক্ষতিপূরণ দিয়ে জাবি ছাড়লো ২৮ বাস
- তিন দেশের অমুসলিম শরণার্থীদের বিশেষ সুবিধা দেবে ভারত
- চার ঘণ্টা পর কুড়িলের সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
- পাঁচ বছরে ৩১ লাখ দক্ষ ভারতীয় কর্মী নেবে রাশিয়া
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
- বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
এমপি বাহারের নির্দেশে পিটুনি দুই সাংবাদিককে
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, অভিযোগ ট্রাম্পের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয় বিমানে ‘বার্ড স্ট্রাইক’, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেড় শতাধিক যাত্রী
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম