সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

সামশুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী হুইপের পদে থাকায় সরকারি পূর্ণ সুবিধা ও প্রটোকল নিয়ে এলাকায় একের পর এক ভীতি সঞ্চার করে চলেছে। এমন অভিযোগ করেছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। গতকাল তিনি চট্টগ্রাম প্রেস  ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিযোগ করে বলেন- সামশু হুইপের পূর্ণ সুবিধা, প্রটোকল নিয়ে এলাকাবাসী ও ভোটারদের মাঝে প্রতিনিয়ত ভীতিকর পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি করে চলেছেন। তাঁর পুত্র শারুন আগ্নেয়াস্ত্র নিয়ে কথায় কথায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করছেন। এ ছাড়াও তিনি এবং তার পুত্র প্রতিদিন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় নির্বাচনি মহড়া দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলেছেন। পুলিশ প্রশাসন এসব দেখেও যেন দেখছেন না। পুলিশ উল্টো নৌকার কর্মী-সমর্থকদের হয়রানি করছে। নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হুইপের প্রটোকল সুবিধা স্থগিত এবং তাঁর পুত্রের অস্ত্র থানায় জমা নেওয়ার অনুরোধ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বিগত ১৫ বছরে সামশু সরকারি প্রকল্পের নয়ছয় এবং নানা অবৈধ পন্থায় নিজের অবৈধ আয়ের পথ প্রসারিত করেছেন। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকল্পের কয়েক হাজার কোটি টাকার খাল খনন, বেড়িবাঁধ নির্মাণ, পটিয়া বাইপাস সড়ক, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া অংশের সম্প্রসারণ, চট্টগ্রাম ওয়াসার ওয়াটার রিজার্ভার, কৈয়গ্রাম-উজিরপুর বঙ্গবন্ধু সড়ক প্রকল্পের নামে পটিয়ার হাজার হাজার মানুষকে সর্বস্বান্ত করে পথে বসিয়েছেন। রাতারাতি মানুষের বসতভিটা এবং চাষের জমি দখলে নিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছেন। এলাকাবাসীর জমির মাটি কেটে বিক্রির টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছেন। এসবের ক্ষতিপূরণ চাইতে গিয়ে তাঁর লাঠিয়াল বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয়েছে অনেককে। কোলাগাঁও ও চরকানাই শিল্পাঞ্চলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন তাঁর ছোট ভাই নবাব এবং ভাগিনারা। হুইপের ভাইয়েরা স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা-জমি দখল-বেদখলে একটি ভূমিদস্যুচক্র গড়ে তোলে। তাদের চক্রে পড়ে অনেক সংখ্যালঘু পরিবার আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পরিবারের সদস্যরা পটিয়াকে মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে। মাদকের একটি সিন্ডিকেট এই পরিবারের নিয়ন্ত্রণে। তাঁর পুত্রের তত্ত্বাবধানে ওয়ারেন্টভুক্ত আসামি ছোট লিটনের নেতৃত্বে পটিয়ার মিলিটারি পুল ও জিরিতে জুয়ার আসর বসিয়ে এলাকাকে নরক বানিয়েছেন। এসব কারণে পটিয়ার সাধারণ জনগণের বিশাল অংশ তাঁর ওপর চরম ক্ষুব্ধ। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়ছেন সামশুল হক চৌধুরী। ইতোমধ্যে সাধারণ মানুষ বিভিন্নভাবে তার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন- ধুরন্ধর স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী এসব গণক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনায় দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগসহ এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের ওপর। যার সঙ্গে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। অথচ বিভিন্ন উপায়ে তিনি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে, তাঁর (মোতাহেরুল ইসলাম চৌধুরী) বিরুদ্ধে অপপ্রচার ও বিষোদগার করে চলেছেন। যদিও সামশুল হক চৌধুরী এখনো আওয়ামী লীগের সংসদ সদস্য। ব্যক্তি স্বার্থের জন্য তিনি দলের বিরুদ্ধে অপপ্রচার করে নিজের ‘ডিগবাজ’ মুখোশ বারবার উন্মোচন করে চলেছেন জনসমক্ষে। তাঁর কর্মী, সমর্থকদের ওপর যা হচ্ছে তা হচ্ছে তাঁর কর্মের ফল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম- ১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য সম্পাদক অ্যাডভোকেট আবদুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, মোজাহেরুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদসহ অন্যরা।

সর্বশেষ খবর