ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেছেন, দেশে অনেক ভালো চিকিৎসক আছেন, অবকাঠামোও তৈরি হয়েছে। কিন্তু স্বাস্থ্যব্যবস্থায় সন্তোষজনক সিস্টেম গড়ে ওঠেনি। দেশে এখন পর্যন্ত রেফারেল সিস্টেম তৈরি হয়নি। ছোটখাট সমস্যা হলেও রোগীদের ভিড় বাড়ে বিশেষায়িত হাসপাতালে। ঢাবি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের এই পরিচালক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে স্বাস্থ্য সমস্যায় প্রথমে জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হয়। এরপর ওই চিকিৎসক প্রয়োজন বোধ করলে বিশেষজ্ঞ চিকিৎসককে রেফার্ড করেন। এভাবে ধাপে ধাপে রোগীকে সেবা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সব জেলা-উপজেলা থেকে রোগী এসে ভিড় করেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। এতে চিকিৎসা নিতে এসে রোগী ও তার স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছায়। শেখ হাফিজুর রহমান কার্জন আরও বলেন, অনেক অসাধু চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টারের পারস্পরিক যোগসাজশে সিন্ডিকেট চালু আছে। অপ্রয়োজনে টেস্ট দিয়ে রোগীর পকেট কেটে চলে কমিশন বাণিজ্য। রোগী বা স্বজনরা চিকিৎসায় ভুল কিংবা অবহেলার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সে সিস্টেম আমরা গড়ে তুলতে পারিনি। অনেক চিকিৎসক সেবার মানসিকতা নয় বরং ব্যবসায়িক মনোভাব পোষণ করেন। বিকাল ৫টায় বসে ৫০-১৫০ জন রোগী দেখেন। এর ফলে ভুলের সংখ্যাও বাড়ে। জবাবদিহিতা না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতি বছর রেকর্ডসংখ্যক রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছে। স্বাস্থ্য খাতের এই বিশৃঙ্খলায় আস্থাহীনতা দেখা দিচ্ছে, রাজস্ব হারাচ্ছে সরকার।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সন্তোষজনক সিস্টেম গড়ে ওঠেনি
--- শেখ হাফিজুর রহমান কার্জন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর