কোথাও বুথ জ্যাম, কোথাও প্রার্থীকে ধরে ‘ফিরে যাও’ স্লোগান, কালো পতাকা দেখানো এবং বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে গতকাল হয়ে গেল ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোট গ্রহণ। এ দফায় গোটা ভারতে ৪৯ আসনে প্রার্থীদের ভাগ্য স্থির করা হয়ে গেল। ৪৯ আসনের মধ্যে সবচেয়ে হাইপ্রোফাইল আসন উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং আমেথি। রায়বেরেলি আসনে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি এবং উত্তরপ্রদেশের লখনৌ আসনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বিজেপি প্রার্থী রাজনাথ সিং, মুম্বাই নর্থ আসনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী পীযূষ গয়াল, মুম্বাই নর্থ-সেন্ট্রাল আসনে পদ্মশ্রী উজ্জ্বল নিকম এবং বারামুল্লা আসনে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লাহ। গতকাল একাধিক সেলিব্রেটি প্রার্থী ভোট দেন। যাদের মধ্যে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার, সুনীল শেঠি, অনুপম খের, অভিনেত্রী হেমা মালিনী, এশা দেওল, শিবসেনা নেতা গোবিন্দা আহুজা, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অনিল আম্বানি, অভিনেতা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, পরিচালক সুভাষ ঘাই, অভিনেতা আমির খান ও তার সাবেক স্ত্রী কিরণ রাও, বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী, জেট এয়ারওয়েজের সাবেক চেয়ারম্যান নরেশ গোয়েল প্রমুখ। গতকাল ভোট গ্রহণের সময় সহিংসতা ঘটে ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া ও হুগলি লোকসভা আসন এলাকায়। ব্যারাকপুর লোকসভা আসনে টিটাগড়ে বুথের মধ্যে অবৈধ জমায়েতের খবর পেয়ে ঘটনাস্থলে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলে তাকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়, দেখানো হয় কালো পতাকা। অন্যদিকে এই টিটাগড়েই বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিজেপি নেতা কৌস্তব বাগচী। তার ওপর হামলার পাশাপাশি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বীজপুর বিধানসভার বাবু ব্লক এলাকার ৩ নম্বর বুথে বুথ জ্যাম করার ঘটনায় ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছালে তাকে লক্ষ্য করে ‘অর্জুন সিং মুর্দাবাদ’ এবং ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। টিটাগড় পৌরসভার অধীন ১৭ নম্বর ওয়ার্ডের ২১১ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র দলের প্রার্থী কুন্দন সিংয়ের বুথ এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা চলছে। অন্যদিকে ভোটের আগে রবিবার রাতে রক্তারক্তি আরামবাগে। তিন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। রাতেই তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীদের নাম শ্যামল রায়, কালীপদ বাগ ও শ্যামল মালিক। যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আরামবাগ বিজেপি নেতৃত্ব। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। বনগাঁ লোকসভা আসন এলাকায় আনন্দপল্লী অঙ্গনওয়াড়ি স্কুলের ২৬৭ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বুথ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বলা হয় গয়েশপুর বেদীভবনের কাছে রাস্তার ওপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেয় তৃণমূল। ভোটার তালিকায় নাম না থাকায় সোমবার ভোট দিতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি। বাবুন আদতে হাওড়ার ভোটার। স্বভাবতই এদিন ভোট দিতে যান। কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে দেখেন তার নাম ভোটার তালিকায় নেই। এ ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘নির্বাচন কমিশনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কমিশন বলতে পারে ঘটনাটা কী ঘটেছিল। নির্বাচন কমিশন সোমবার বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন দলের কাছ থেকে প্রায় ১ হাজারটি অভিযোগ পেয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন কেন্দ্রে ভোট প্রক্রিয়া বিলম্ব হওয়ার অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে। তার অভিযোগ, সরকারের নির্দেশেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোট প্রক্রিয়ায় অযথা বিলম্ব করছেন। পরবর্তী ধাপে ষষ্ঠ দফা ভোট ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। গণনা আগামী ৪ জুন।
শিরোনাম
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
বিক্ষিপ্ত সহিংসতা
রাহুল রাজনাথ স্মৃতির আসনে হলো ভোট
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর