জাগরণী থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নাটক ‘রাজার চিঠি’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি দলের ১৫তম প্রযোজনার ৫০তম প্রদর্শনী।
মাহফুজা হিলালীর রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন দেবাশীষ ঘোষ।
১৯৩৯ সালে শাহজাদপুরের হরিদাস বসাক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিল। এ নিয়ে তার পরিবার-পরিজন-বন্ধুরা হাসাহাসি করে। কিন্তু দেখা যায়, এক দিন রবীন্দ্রনাথ তার সে চিঠির উত্তর দিয়েছেন। এরপর হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। হরিদাসও সাহিত্য-সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেয়। এ চিঠি ও রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এ কাহিনি নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি রচিত হয়েছে। এরপর ১৯৪৭ আর ১৯৭১ সালে নানা ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় নাটকটির গল্প।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা, শাহানা জাহান সিদ্দিকা, শ্রেয়া সাহা স্বর্ণা, জুলিয়েট সুপ্রিয়া সরকার, মোহাম্মদ ইয়াসিন শামিম, অনিকেত পাল, মো. রফিকুল ইসলাম রনি, সজীব ঘোষ, অথৈ দাস, বিধান বিশ্বাস, অরোরা পাল, ইমন হোসেন, আবিদ হোসেন প্রমুখ। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকী, আবহ সংগীতে রমিজ রাজু।