গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক নারী চিকিৎসককে। নৃশংস ওই হত্যাকান্ডের পর গত ৩৫ দিন ধরে সুবিচারের দাবিতে পথে রয়েছেন হাজার হাজার মানুষ। কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল চলছেই। প্রতিদিনই নিত্যনতুন কায়দায় চলছে প্রতিবাদ। আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। প্রতিটি জায়গা থেকেই স্লোগান উঠছে ‘আন্দোলনকারীদের একটাই কণ্ঠস্বর, জাস্টিস ফর আরজি কর!’ এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। তাদের স্লোগান ‘দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ এরকম এক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেছিলেন, ‘মানুষের স্বার্থে আমি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি হবে? পদত্যাগের পরেও সমস্যা কি মিটবে? হঠাৎ করে বললেন, হঠাৎ করেই পদত্যাগ করলেন- তা কি এতটাই সহজ? মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তবে তার জায়গায় কে বসবেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তবে লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দিতে হবে রাজ্যপালকে। প্রোটোকল অনুযায়ী ভারতের যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে এই নিয়ম অনুসরণ করতে হয়। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরকারিভাবে ইস্তফা দেওয়ার প্রক্রিয়াটি শেষ হবে। যদিও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাতে পারেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো বিল বা কোনো আইন পাস করার ক্ষমতা থাকবে না মমতার হাতে।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
মমতার পর কে?
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর