গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক নারী চিকিৎসককে। নৃশংস ওই হত্যাকান্ডের পর গত ৩৫ দিন ধরে সুবিচারের দাবিতে পথে রয়েছেন হাজার হাজার মানুষ। কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল চলছেই। প্রতিদিনই নিত্যনতুন কায়দায় চলছে প্রতিবাদ। আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। প্রতিটি জায়গা থেকেই স্লোগান উঠছে ‘আন্দোলনকারীদের একটাই কণ্ঠস্বর, জাস্টিস ফর আরজি কর!’ এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। তাদের স্লোগান ‘দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ এরকম এক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেছিলেন, ‘মানুষের স্বার্থে আমি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি হবে? পদত্যাগের পরেও সমস্যা কি মিটবে? হঠাৎ করে বললেন, হঠাৎ করেই পদত্যাগ করলেন- তা কি এতটাই সহজ? মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তবে তার জায়গায় কে বসবেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তবে লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দিতে হবে রাজ্যপালকে। প্রোটোকল অনুযায়ী ভারতের যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে এই নিয়ম অনুসরণ করতে হয়। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরকারিভাবে ইস্তফা দেওয়ার প্রক্রিয়াটি শেষ হবে। যদিও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাতে পারেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো বিল বা কোনো আইন পাস করার ক্ষমতা থাকবে না মমতার হাতে।
শিরোনাম
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
মমতার পর কে?
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর