গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক নারী চিকিৎসককে। নৃশংস ওই হত্যাকান্ডের পর গত ৩৫ দিন ধরে সুবিচারের দাবিতে পথে রয়েছেন হাজার হাজার মানুষ। কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল চলছেই। প্রতিদিনই নিত্যনতুন কায়দায় চলছে প্রতিবাদ। আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। প্রতিটি জায়গা থেকেই স্লোগান উঠছে ‘আন্দোলনকারীদের একটাই কণ্ঠস্বর, জাস্টিস ফর আরজি কর!’ এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। তাদের স্লোগান ‘দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ এরকম এক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেছিলেন, ‘মানুষের স্বার্থে আমি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি হবে? পদত্যাগের পরেও সমস্যা কি মিটবে? হঠাৎ করে বললেন, হঠাৎ করেই পদত্যাগ করলেন- তা কি এতটাই সহজ? মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তবে তার জায়গায় কে বসবেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তবে লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দিতে হবে রাজ্যপালকে। প্রোটোকল অনুযায়ী ভারতের যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে এই নিয়ম অনুসরণ করতে হয়। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরকারিভাবে ইস্তফা দেওয়ার প্রক্রিয়াটি শেষ হবে। যদিও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাতে পারেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো বিল বা কোনো আইন পাস করার ক্ষমতা থাকবে না মমতার হাতে।
শিরোনাম
- গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ফিফা বিশ্বকাপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ৬০ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
- নবীনগরে বিলে কাজ করার সময় পানিতে ভেসে নিখোঁজ ১
- ট্রাকচাপায় নিহত শিবচরের দুই ছাত্রদল নেতার বাড়িতে শোকের মাতম
- বাগেরহাটে একদিনে যুবদল নেতাসহ ৩ খুন
- যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে : দুদু
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪১
- দুর্নীতিবাজদের সেফ এক্সিট দরকার হয়, আমাদের নয় : ধর্ম উপদেষ্টা
- ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর
- কোন পদ্ধতিতে ভোট হবে সিদ্ধান্ত নেবে জনগণ : ডা. জাহিদ
- বুধবার থেকে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে কারাগারে
- হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের
- বাগেরহাটে পৃথক ঘটনায় একদিনেই যুবদল নেতাসহ নিহত ৩
- নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন
- ক্লাস বর্জন করে টুঙ্গিপাড়ায় কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
- অ্যানথ্রাক্স রোধে গঙ্গাচড়ায় ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা
- ‘কেউ ভাবেনি এটা সম্ভব’-গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়েছে : জাতিসংঘ
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন
মমতার পর কে?
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর