গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক নারী চিকিৎসককে। নৃশংস ওই হত্যাকান্ডের পর গত ৩৫ দিন ধরে সুবিচারের দাবিতে পথে রয়েছেন হাজার হাজার মানুষ। কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল চলছেই। প্রতিদিনই নিত্যনতুন কায়দায় চলছে প্রতিবাদ। আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। প্রতিটি জায়গা থেকেই স্লোগান উঠছে ‘আন্দোলনকারীদের একটাই কণ্ঠস্বর, জাস্টিস ফর আরজি কর!’ এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। তাদের স্লোগান ‘দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ এরকম এক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেছিলেন, ‘মানুষের স্বার্থে আমি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি হবে? পদত্যাগের পরেও সমস্যা কি মিটবে? হঠাৎ করে বললেন, হঠাৎ করেই পদত্যাগ করলেন- তা কি এতটাই সহজ? মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তবে তার জায়গায় কে বসবেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তবে লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দিতে হবে রাজ্যপালকে। প্রোটোকল অনুযায়ী ভারতের যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে এই নিয়ম অনুসরণ করতে হয়। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরকারিভাবে ইস্তফা দেওয়ার প্রক্রিয়াটি শেষ হবে। যদিও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাতে পারেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো বিল বা কোনো আইন পাস করার ক্ষমতা থাকবে না মমতার হাতে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
মমতার পর কে?
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর