গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক নারী চিকিৎসককে। নৃশংস ওই হত্যাকান্ডের পর গত ৩৫ দিন ধরে সুবিচারের দাবিতে পথে রয়েছেন হাজার হাজার মানুষ। কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল চলছেই। প্রতিদিনই নিত্যনতুন কায়দায় চলছে প্রতিবাদ। আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। প্রতিটি জায়গা থেকেই স্লোগান উঠছে ‘আন্দোলনকারীদের একটাই কণ্ঠস্বর, জাস্টিস ফর আরজি কর!’ এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। তাদের স্লোগান ‘দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ এরকম এক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেছিলেন, ‘মানুষের স্বার্থে আমি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি হবে? পদত্যাগের পরেও সমস্যা কি মিটবে? হঠাৎ করে বললেন, হঠাৎ করেই পদত্যাগ করলেন- তা কি এতটাই সহজ? মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তবে তার জায়গায় কে বসবেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তবে লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দিতে হবে রাজ্যপালকে। প্রোটোকল অনুযায়ী ভারতের যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে এই নিয়ম অনুসরণ করতে হয়। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরকারিভাবে ইস্তফা দেওয়ার প্রক্রিয়াটি শেষ হবে। যদিও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাতে পারেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো বিল বা কোনো আইন পাস করার ক্ষমতা থাকবে না মমতার হাতে।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা