বাগেরহাটে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে (৩৮)। এ সময় তার মোটরসাইকেলে থাকা ইউনিয়ন স্বেচ্ছাসেক দলের সদস্য কামাল হেসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত কামাল হেসেনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল হেসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহর থেকে ডেমায় নিজ বাড়ি যাওয়ার পথে দশানী-রামপাল সড়কের মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে মসজিদের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সজীব সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে। সজীব তরফদার ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তিনবার সদস্য নির্বাচিত হয়েছেন। নিহতের স্ত্রী, পাঁচ বছরের একটি মেয়ে, তিন ভাই ও মা রয়েছেন। সজীব নিহতের খবর ছড়িয়ে পড়লে সেখানে দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। নিহত বিএনপি নেতার ছোটভাই ডেমা ইউনিয়ন যুবদলের সাবেক নেতা সোহেল তরফতার জানান, খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাইয়ের মাথায় চারটি গুলি। প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। তিনিসহ তার বড়ভাই স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহতসহ ২৫টি কল্পিত মামলার আসামি হয়ে এলাকা ছেড়ে থাকতে হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান, ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত সজীব তরফদার ছিলেন বিএনপির নিবেদিতপ্রাণ নেতা। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহতসহ ২৫টি মিথ্যা মামলার আসামি হয়ে তাদের পরিবারটিকে এলাকা ছেড়ে থাকতে হয়েছে। এখনো এলাকায় আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী ঘাপটি মেরে রয়েছে। তারাই তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ঘটনাস্থলে পাওয়া বুলেটের খোসা থেকে বোঝা যায়, এটা শটগানের গুলি। ধারণা করছি, শটগান দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর