শনিবার সন্ধ্যায় আটকের পর গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে সাংবাদিক মুন্নী সাহাকে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, অসুস্থ বোধ করায় এবং নারী সাংবাদিক হওয়ায় চারটি মামলায় গ্রেপ্তার সাংবাদিক মুন্নী সাহাকে শর্তসাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
তিনি আরও বলেন, মুন্নী সাহাকে পুলিশ আটক করেনি। কারওয়ান বাজারে স্থানীয় লোকজন তার ওপর বিক্ষুব্ধ হয়ে ঘেরাও করেছিল। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিতে সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তবে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বর্তমানে তিনি অসুস্থ আছেন। তাই জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীর কারওয়ান বাজারে আইসিটি বিভাগের ভিশন-২০২১ টাওয়ার (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাতেই ডিবি কার্যালয় থেকে মাইক্রোবাসে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।