বাংলাদেশসহ ৯টি রিফিউজি আশ্রয় প্রদানকারী দেশ ও অঞ্চল এবং যুদ্ধ-দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত আরও ৩০ দেশের ৩০৫ মিলিয়ন তথা ৩০ কোটি ৫০ লাখ অসহায় মানুষের জন্য ৪৭.৪ বিলিয়ন ডলারের তহবিল চেয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণ-সমন্বয়কারী সংস্থা ‘ওসিএইচএ’র প্রধান টম ফ্লেচার।
গত ৪ ডিসেম্বর এক বিবৃতিতে টম ফ্লেচার ২০২৫ সালের জন্য এই অর্থ চেয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে।
সংশ্লিষ্ট সবার উদ্দেশে তিনি বলেছেন, একাধিক অবিরাম যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী মানবিক আইনের ঘাটতির কারণে আগামী বছর ৩০৫ মিলিয়ন মানুষকে জীবন রক্ষাকারী সহায়তা (ওষুধ, চিকিৎসা, খাদ্যসামগ্রী, আশ্রয়, পোশাক-আশাক, শিক্ষাসমাগ্রী ইত্যাদি) দিতে হবে। কারণ, গোটাবিশ্ব উত্তপ্ত একটি অগ্নিকুন্ডে পরিণত হয়েছে। আমরা এখন বিশ্বব্যাপী পলিক্রিসিসের মোকাবিলা করছি এবং এটি বিশ্বের সবচেয়ে নাজুক মানুষদের ভিকটিম করেছে। অসহায় আর দুর্বল মানুষ জীবন দিয়ে এহেন পরিস্থিতির প্রায়শ্চিত্ত করছেন। আমরা দ্বন্দ্বের প্রভাব মোকাবিলা করছি, একাধিক দ্বন্দ্ব এবং দীর্ঘমেয়াদি এবং আরও তীব্র হিংস্রতার সংকট ঘনিয়ে আসছে।