গাজীপুর সদর উপজেলায় অসুস্থ এক বৃদ্ধ বাবাকে তার সন্তানরা জঙ্গলে ফেলে রেখে চলে গেছে। তিন দিন পরে গত বুধবার তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে জয়দেবপুর থানা পুলিশ। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উদ্ধার হওয়া ষাটোর্ধ্ব বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি পেশায় ড্রাইভার ছিলেন। গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, সাকিব আলী সরদারের সম্পত্তি তার এক ছেলে লিখে নেয়। এরপর থেকে ছেলে ভরণ পোষণ না দিলে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় বড় মেয়ের কাছে এসে আশ্রয় নেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে মেয়ে ও জামাতা বৃদ্ধের আরেক মেয়ে ও ছেলের সঙ্গে পরামর্শ করে তাকে গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি. কে. বাড়ি এলাকায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেয়।
২ ডিসেম্বর মেয়ে ও জামাতা তাকে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এলে অসুস্থ থাকায় বৃদ্ধকে রাখতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে না নিয়ে গজারি বনে ফেলে রেখে যায়। সেখানে তিন দিন পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি জয়দেবপুর থানা পুলিশকে জানায়।
ওসি হালিম জানান, সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। পরে বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করে গোসল করিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।