১৫ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো কাজে যোগ দেননি সাভারে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ১১টি কারখানা। এদিকে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুরো শিল্পাঞ্চলে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে ছিল। অনেক জায়গায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল দিতে দেখা গেছে। শিল্পপুলিশ, কারখানা কর্তৃপক্ষসহ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হলেও কাজ করেন না কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করার পর বার্ষিক ইনক্রিমেন্টসহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করেন। এ সময় কর্তৃপক্ষ সরকারি ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ইনক্রিমেন্ট দেওয়ার কথা বললেও তাঁরা তাঁদের দাবিতে অনড় থাকেন। পুলিশ জানায়, ছুটি ঘোষণার পর হা-মীম ও নিট এশিয়ার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেলেও নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভিতরেই বসে ছিলেন, দুপুরের পরে শ্রমিকরা চলে যান। পুলিশ আরও জানায়, ইনক্রিমেন্ট নিয়ে শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক নাসা, ট্রাউজার লাইনসহ ১১ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু বলেন, ‘সরকার সম্প্রতি ৪ শতাংশ ইনক্রিমেন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছে। বছরের শুরুতেই শ্রমিকরা এ ইনক্রিমেন্ট পাবেন। শ্রমিকদের উচিত হবে কলের চাকা সচল রাখা এবং তৃতীয় পক্ষ কারও ফাঁদে পা না দেওয়া। দেশের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখা। যদি কোনো শ্রমিক উসকানির ফাঁদে পা দেন, তাহলে সে দায়িত্ব তাকেই নিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন করেন, তখন কারখানার মালিকরা নানা অজুহাতে কারখানা বন্ধ করে দেন অথবা মিথ্যা অভিযোগে মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করেন।’ শ্রমিকনেতা মিজানুর রহমান বলেন, ‘কারখানার মালিকরা ব্যবসা নেই বলে ঢোল পেটান, সেসব কারখানার মালিকদের অনেকেই এ শ্রমিকদের শ্রমে-ঘামে নিজেদের আখের গুছিয়েছেন।’ আশুলিয়ার শিল্পপুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা মূলত বর্ধিত বেতনে সন্তুষ্ট নন, তাই তাঁরা কাজ বন্ধ করে বসে আছেন।’
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল