১৫ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো কাজে যোগ দেননি সাভারে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ১১টি কারখানা। এদিকে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুরো শিল্পাঞ্চলে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে ছিল। অনেক জায়গায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল দিতে দেখা গেছে। শিল্পপুলিশ, কারখানা কর্তৃপক্ষসহ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হলেও কাজ করেন না কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করার পর বার্ষিক ইনক্রিমেন্টসহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করেন। এ সময় কর্তৃপক্ষ সরকারি ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ইনক্রিমেন্ট দেওয়ার কথা বললেও তাঁরা তাঁদের দাবিতে অনড় থাকেন। পুলিশ জানায়, ছুটি ঘোষণার পর হা-মীম ও নিট এশিয়ার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেলেও নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভিতরেই বসে ছিলেন, দুপুরের পরে শ্রমিকরা চলে যান। পুলিশ আরও জানায়, ইনক্রিমেন্ট নিয়ে শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক নাসা, ট্রাউজার লাইনসহ ১১ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু বলেন, ‘সরকার সম্প্রতি ৪ শতাংশ ইনক্রিমেন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছে। বছরের শুরুতেই শ্রমিকরা এ ইনক্রিমেন্ট পাবেন। শ্রমিকদের উচিত হবে কলের চাকা সচল রাখা এবং তৃতীয় পক্ষ কারও ফাঁদে পা না দেওয়া। দেশের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখা। যদি কোনো শ্রমিক উসকানির ফাঁদে পা দেন, তাহলে সে দায়িত্ব তাকেই নিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন করেন, তখন কারখানার মালিকরা নানা অজুহাতে কারখানা বন্ধ করে দেন অথবা মিথ্যা অভিযোগে মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করেন।’ শ্রমিকনেতা মিজানুর রহমান বলেন, ‘কারখানার মালিকরা ব্যবসা নেই বলে ঢোল পেটান, সেসব কারখানার মালিকদের অনেকেই এ শ্রমিকদের শ্রমে-ঘামে নিজেদের আখের গুছিয়েছেন।’ আশুলিয়ার শিল্পপুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা মূলত বর্ধিত বেতনে সন্তুষ্ট নন, তাই তাঁরা কাজ বন্ধ করে বসে আছেন।’
শিরোনাম
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন