বাজারে নতুন মুড়িকাটা পিঁয়াজ চলে আসায় এবং আমদানির ভারতীয় পিঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে সব ধরনের পিঁয়াজের দাম। তবে আলুর দাম এখনো চড়া। ভারতীয় আলু এসেছে বেশ আগেই। যোগ হয়েছে দেশি নতুন আলুও। তারপরও পুরনো আলুর দাম কমেনি। প্রায় একই দামে বিক্রি হচ্ছে নতুন ও পুরনো আলু। পুরনো আলু খুচরা পর্যায়ে এখনো কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলুও বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এ ছাড়া বাজারে শীতকালীন সবজি ভরপুর থাকলেও দাম তেমনটা কমছে না। গতকাল রাজধানীর খিলক্ষেত, মহাখালী কাঁচাবাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সরেজমিন দেখা গেছে, খুচরায় দেশি পিঁয়াজ প্রতি কেজি মানভেদে ৯০ থেকে ১২০ এবং ভারতীয় পিঁয়াজ মানভেদে ৮০ থেকে ১০০ টাকা। এক সপ্তাহ আগেও দেশি পিঁয়াজ মানভেদে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা এবং ভারতীয় পিঁয়াজ মানভেদে ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হয়েছে। রসুন আগের চড়া দরেই বিক্রি হচ্ছে। এরমধ্যে আমদানি করা রসুন প্রতি কেজি ২৩০ থেকে ২৪০ এবং দেশি রসুন ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়। গত কয়েক সপ্তাহ বাজারের দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল দেখা না গেলেও গতকাল নতুন দরের বোতলজাত তেল দেখা গেছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ১২০, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০, বিচিওয়ালা শিম ৮০ থেকে ১০০, করোলা ৮০ থেকে ১০০, শসা ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৭০ থেকে ১০০, মুলা ৩০ টাকা ও পিঁয়াজের পাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০, গোল বেগুন ৮০, লম্বা বেগুন ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, ঢেঁড়স ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, সাধারণ শিম ৫০ ও শালগম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ৫০, বাঁধা কপি প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা পর্যন্ত। প্রতি কেজি খাসির মাংস এক হাজার ৫০ থেকে এক হাজার ২০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। দেশি মুরগি কেজি ৬৫০-৭০০ টাকা, সাদা লেয়ার ২৫০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শিরোনাম
- হাসিনা দেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে : অলি আহমদ
- বাংলাদেশ প্রতিদিন সবসময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে
- মাছের বর্জ্যকে সম্পদে রূপান্তরে গাকৃবি-ইউএনডিপি চুক্তি
- বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- লালমনিরহাটে প্রতিবন্ধী তরুণী ও শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
- মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
- ঢাকায় না হলেও ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে: প্রেস উইং
- অবরুদ্ধ থাকার পর ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
- ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
- স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- গণতন্ত্র ও মানবিকতার পক্ষে বাংলাদেশ প্রতিদিন: কুড়িগ্রামে বক্তারা
- বস্তুনিষ্ঠতার কারণে প্রশংসিত বাংলাদেশ প্রতিদিন: বাগেরহাটে বক্তারা
- স্বর্ণের দাম বাড়ল
- চোখের আলো হারানো সেই মাহবুবের পাশে নারায়ণগঞ্জের ডিসি
- নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার সুপারিশ সিপিডির
- কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রী
- জনগণের কথা বলেই বাংলাদেশ প্রতিদিন আজ শীর্ষে
- খানসামায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- সিলেটে সিএনজি ভাড়া নৈরাজ্য, ভোগান্তিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৮, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
পিঁয়াজের দাম কমলেও আলু এখনো চড়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর