রাজশাহীতে শ্রমিক নেতাকে ‘গালি দেওয়ায়’ বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান শ্রমিক নেতা নজরুল ইসলাম হেলালকে গালি দিলে বাস চলাচল বন্ধের এ ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা গিয়ে রাস্তা ফাঁকা করলেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি।
রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘তানোর উপজেলায় সিএনজিচালিত অটোচালকরা কয়েকজন বাস শ্রমিককে মারধর করে। তারা হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তিনি আমাকে গালি দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বাস চলাচল বন্ধ করে দেন। বিকালে খবর পেয়ে সেনা সদস্যরা শিরোইল বাস টার্মিনালে যান। তারা এলোমেলোভাবে রাখা বাসগুলোকে সরিয়ে রাস্তা চলাচলের জন্য ফাঁকা করে দেন। কিন্তু বিকাল সাড়ে ৪টার সময়ও বাস চলাচল শুরু হয়নি। শ্রমিক নেতা হেলাল জানান, পুলিশ সুপার কিছুদিন আগেই বদলির আদেশ পেয়েছেন। এ কারণে তার বদলি নয়, তিনি দুঃখপ্রকাশ না করলে বাস চলাচল শুরু হবে না।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অবশ্য এ নিয়ে কথা বলতে চাননি। তিনি বলেন, ‘তাকে (হেলাল) জিজ্ঞেস করেন কী বলে গালি দিয়েছি।’