ইংলিশ ক্লাব লিস্টার সিটির হয়ে এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড এবং ইএফএল চ্যাম্পিয়নশিপ জয় করেছেন হামজা চৌধুরী। ক্লাব ফুটবলে লিস্টার সিটি বর্তমানে শীর্ষ সারির দল। ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগও জয় করে দলটা। বিশ্বের অন্যতম সেরা এক ক্লাবে খেলা ফুটবলারকে এবার দেখা যাবে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে। দীর্ঘদিন ধরেই আলাপ চলছিল। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে দলে নিতে চেষ্টা করছিল বাফুফে। হামজার পরিবারও চাইছিল দেশের জার্সি উঠুক তার গায়ে। হামজা সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। হামজার পক্ষ থেকেও চেষ্টা চলে। পাশাপাশি চলে বাফুফের চেষ্টাও। প্রথমে হামজাকে দেওয়া হয় বাংলাদেশি পাসপোর্ট। ইংল্যান্ড যুব দলের জার্সিতে একসময় খেলেছেন হামজা। এজন্য ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ থেকেও নিতে হয়েছে অনাপত্তিপত্র। চূড়ান্ত ধাপ ছিল ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন।
বাফুফের আবেদনের জবাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছে ফিফার এই কমিটি। এবার থেকে বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা নেই হামজার। বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এর ফলে হামজা চৌধুরী, যিনি ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিস্টার সিটি এফসি এবং ইংল্যান্ডের যুবদলের হয়ে খেলায় অংশগ্রহণের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন, এখন থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন।’ এই খবরে হামজাও বেশ খুশি। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি এই খবরে দারুণ আনন্দিত।’ আগামী বছরের মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষিক্ত হতে পারেন হামজা।