ঝিনাইদহের কালীগঞ্জে নজির আহমেদ নামে এক কৃষকের ১০ কাঠা জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মৃত তছের আলী মোল্লার ছেলে কৃষক নজির আহমেদের লাউখেতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক নজির আহমেদ জানান, আমার বাড়ি থেকে ৭০০ ফুট উত্তরে ১০ কাঠা জমির লাউগাছ কে বা কারা রাতের আঁধারে কেটে দেয়। ওই জমিতে প্রায় ৭০টি লাউগাছ ছিল। আজও ওই কাটা গাছ থেকে ১০০টি লাউ বাজারে বিক্রি করেছি। এর আগেও ছয়বার ওই জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রি করেছি। এভাবে লাউগাছগুলো কেটে ফেলায় অনেক টাকার ক্ষতি হয়ে গেল। শত্রুতামূলকভাবে কেউ এ কাজ করতে পারে বলে ধারণা করছেন কৃষক নজির আহমেদ। লাউগাছ কাটার ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাউগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।