বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত ১৫ বছর দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতির কারণে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ছিল উপেক্ষিত। ছাত্রশিবির মনে করে, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হতে হবে। একই সঙ্গে সারা দেশের উচ্চশিক্ষার বিদ্যাপীঠেও দিতে হবে সংসদ নির্বাচন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি বলেন, ডাকসু নির্বাচন নিয়মিত হওয়া উচিত। সব সময়ই এটি আমাদের প্রত্যাশা। ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা না থাকা দুঃখজনক। শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেড়েছে। তাই এ নির্বাচন আয়োজনে যতটুকু সময় প্রয়োজন তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন দেবে বলে আমরা প্রত্যাশা করি।
জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী সরকার পতনের পর ক্যাম্পাসগুলোতে বর্তমানে কারও মধ্যে ফ্যাসিবাদী চিন্তাধারণা নেই বলেই আমরা মনে করি। কিন্তু কারও মধ্যে যদি এমন চরিত্র দেখা দেয় তবে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না।
তিনি বলেন, একটি ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায়। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। যারা এ নির্বাচন নিয়ে বিলম্ব করতে চায় তাদের যুক্তি সাধারণ শিক্ষার্থীদের বোধগম্য নয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, দলীয় রাজনীতির প্রভাব বিভিন্ন ছাত্ররাজনীতির সংস্কৃতিতে ঢুকে গেছে। এটা ছাত্ররাজনীতির জন্য সুখকর বার্তা বয়ে আনবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলে সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হবে। আর এর মধ্য দিয়ে নেতিবাচক সংস্কৃতি থেকে ছাত্র সংগঠনগুলো বের হয়ে আসবে বলে আমি মনে করি। এ পরিবর্তনে ছাত্র সংসদ নির্বাচন বড় ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।