শরীয়তপুরের নড়িয়ায় একই স্থানে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।
জানা যায়, নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে চর পড়া জায়গায় ১০ কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। গত ৬ এপ্রিল থেকে ড্রেজার দিয়ে বালু কাটা শুরু করে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল। কিন্তু কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল এস এম ফয়সাল (অব.) এই বালু কাটার বিপক্ষে থাকায় এর আগেও তারা মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল ১০টায় ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে উপজেলা চত্বরে বালু কাটার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেওয়া হয়। অন্যদিকে, বালু কাটা বন্ধে একই স্থানে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন কর্নেল এস এম ফয়সাল (অব.) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহি আহম্মেদ ঝিন্টু। এরই জেরে পাল্টাপাল্টি কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।