যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণে খাদিজা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার ভাই সজীব (৬)।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের গোলপাতা মসজিদের পাশের বস্তিতে এ ঘটনা ঘটে। হতাহতরা ওই এলাকার মৃত শহিদুল গাজীর সন্তান। শিশুদের দাদি মনোয়ারা বেগম জানান, সকালে উঠানে বসে তিনি ও শিশুদের মা খাবার খাচ্ছিলেন। এ সময় ঘরের ভিতর বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে দেখেন। ঘরে গিয়ে দেখেন সজীব ও খাদিজা রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খাদিজাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকা নেওয়ার পথে গোপালগঞ্জের কাছে খাদিজার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, খাদিজার হাত ও বুক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সজীবের বুকসহ বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
এদিকে ঘরের মধ্যে শিশুরা কীভাবে ককটেল পেল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে যশোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যান।
পুলিশ সুপার রওনজ জাহান বলেন, বিস্ফোরিত বোমার ধরন বোঝা যাচ্ছে না। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।