আদালতের রায়ের আলোকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজনের দাবিতে গতকালও অবরুদ্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের প্রধান ফটকসহ ভবনটির তালা খুলে দেয়নি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। রাজধানীর ফুলবাড়িয়ার নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সেবা প্রার্থীরা নগর ভবনে গিয়ে সেবা না পেয়ে ফেরত গেছেন। কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান ও কর্মবিরতি পালন করেছেন। ডিএসসিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু সাংবাদিকদের জানান, আদালতের রায়ের আলোকে এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এদিকে ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা গতকালও নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকেই নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নেন। সেখানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, এখনো ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে নগর ভবনে ঢাকাবাসী আন্দোলন করছে। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু না করবে, ততদিন আন্দোলন চলবে। তবে সরকার জনতার মেয়রকে শপথের চিঠি দিলেই ঢাকাবাসী কর্মসূচি নিয়ে নতুন চিন্তাভাবনা করবে। এদিকে নাগরিকদের সেবায় বিঘ্ন না ঘটাতে আন্দোলনকারীদের প্রতি নির্দেশনা দিয়ে ইশরাক হোসেন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজনের আহ্বান জানান। মোবাইল ফোনে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যেহেতু সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয়নি। আমরা আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন। সরকারের গাফিলতির কারণে নগরবাসীর যাতে কোনো কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। আমার সঙ্গে যখন অন্যায় শুরু করল এই সরকার, যাদের গণ অভ্যুত্থানের সরকার বলে, বৈষম্যবিরোধী আন্দোলন করে সরকার গঠন করেছে। কিন্তু আমার সঙ্গে যখন সব থেকে বড় বৈষম্যটা করল, তখন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোনো অপশক্তি গ্রাস করতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন আশা করি, দ্রুততম সময়ের মধ্যে তার সমাধান পাব।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল