খুলনায় পৃথক ঘটনায় দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত চার দিনে পাঁচটি হত্যার ঘটনা ঘটল। রবিবার রাত ১২টার দিকে গুলি করে রূপসার মোছাব্বরপুর গ্রামে মো. রনি ওরফে কালো রনি (৩৬) নামে যুবককে হত্যা করা হয়। নিহত যুবক ওই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে।
জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ মোবাইলে ফোন এলে সে বাড়ি থেকে বের হয়। কিছু দূরে যাওয়া মাত্র তাকে গুলি করা হয়। পরে মাঠে তার লাশ পাওয়া যায়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ২০১৭ সালে একই ভাবে তার ছোট ভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ছাড়া রবিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কের ২২ তলা ভবনের পাশের গলিতে ছুরিকাঘাতে মো. গোলাম (২৫) নামে আরেক যুবককে হত্যা করা হয়। সে হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে।
সোনাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে ৩-৪ জন যুবক তার ওপর হামলা করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এর বাইরে গত শুক্রবার রাতে নগরীর রূপসা শিপইয়ার্ড এলাকায় যুবককে হাত-পা বেঁধে হত্যাসহ আরও দুই হত্যার ঘটনা ঘটে।