সিলেটের জকিগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ ময়নুল হক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বাবুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ময়নুল হক সুলতানপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাবুর বাজারে চালের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছেন ময়নুল হক। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ময়নুলকে আটক করে পুলিশ। পরে বাজার কমিটির নেতাদের সামনে তার দোকানে তল্লাশি চালিয়ে ২১০০ ইয়াবা জব্দ করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ময়নুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তার দোকানে অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।