কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল অ্যাম্বুলেন্সে থাকা মৃতের স্বজনদের কাছ থেকে নগদ প্রায় ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। অ্যাম্বুলেন্সে লাশ আছে কিনা নিশ্চিত হতে মুখের কাপড় সরিয়েও দেখে ডাকাতদল। মৃতের স্বজনরা জানায়, বুধবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সৌদিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০) মৃত্যুবরণ করেন। এরপর সেখান থেকে লাশ নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত ২টার দিকে দুর্গাপুর মাঠের মধ্যে পান বরজের কাছে ডাকাত দল অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। মৃতের ভাই রকিবুল ইসলাম জানান, পানের বরজের সামনে বাঁশের কাবারি দিয়ে রাস্তা আটকে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের কাছ থেকে টাকা-স্বর্ণালংকার লুট করে। আমার কাছে ২০ হাজার টাকা ছিল, ছোট বোনের কানে স্বর্ণের দুল ছিল, সব নিয়ে গেছে। অন্যদের কাছ থেকেও নগদ টাকা নিয়ে যায়। তিনি আরও বলেন, কতবার মিনতি করেছি ভাই আমার বোন মারা গেছে। আমরা লাশটি অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি মেডিকেল থেকে। আমাদের কাছে কিছু নেই। এসব বলার পরও তারা জোরপূর্বক অস্ত্রের মুখে আমাদের সব কিছু লুটে নেয়। মৃতের ছোট বোন বলেন, ডাকাতদের অনুরোধ করে আমরা বলি আপনারা দেখেন আমার বোন মারা গেছেন। তবুও আমার কান থেকে ডাকাত দল একজোড়া দুল খুলে নেয়। এমনকি ডাকাত দল আমার বোনের মুখ থেকে কাপড় সরিয়ে দেখে সত্যিই তিনি মারা গেছেন কিনা। গতকাল দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনা জানার পর অভিযুক্তদের আটকের অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
শিরোনাম
- মেহেরপুরে দীর্ঘ ১৭ বছর পর জেলা বিএনপির সম্মেলন
- কসবায় শিক্ষার্থীকে ইভটিজিং, যুবকের এক বছরের কারাদণ্ড
- ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
- ‘জামায়াত দেশপ্রেমিক দলকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে’
- মাইলস্টোন ট্র্যাজেডি : তদন্ত কমিশনের মেয়াদ এক মাস বাড়লো
- ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
- এশিয়া কাপ হকিতে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
- অভিবাসীদের নাউরু পাঠাতে চুক্তি অস্ট্রেলিয়ার
- ডাকসু নির্বাচন : ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
- নির্বাচন বানচালের প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে : সরকারের বিবৃতি
- ইউক্রেন ইস্যুতে পুতিনের ওপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স-জার্মানির
- ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- তিন মাস পর ফের সুন্দরবনের দুয়ার খুলছে সোমবার
- ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে : প্রেস সচিব
- ‘জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে’
- রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত
- নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার
- রাজধানীর সাত স্থানে ট্রাফিক সিগন্যাল অটোমেশন পরীক্ষামূলক চালু
- নুরকে হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্র দেখছেন গোলাম মাওলা রনি
- রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি