রাজধানী ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনের একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ ভবন থেকে ভাড়াটিয়া ও মালিককে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে পাশের সাততলা ভবনের বাসিন্দারা চরম আতংকে রয়েছেন।
জানা গেছে, বিকালে ভবনটি হেলে পার্শ্ববর্তী সাততলা ভবনের গায়ে লেগে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল-৮ এর নির্বাহী প্রকৌশলী, ডেমরা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজউকের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। এ সময় সেটি খালি করার নির্দেশ দেয় ডিএসসিসি ও রাজউক। স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে ভবনটি সামান্য হেলে ছিল। গতকাল পাশের ভবনের গায়ে একেবারে ঠেকে গেছে। পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়াসহ সড়কে চলাচলকারী সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে রয়েছেন।রাজউকের অঞ্চলের-৮ অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ‘ভবনবাসীদের নিরাপদে বের করা হয়েছে। রাজউকের নিয়ম অনুযায়ী ঝুঁকিপূর্ণ হিসেবে ভবন সিলগালাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’