জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেওয়া যাবে না। জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ বা গণপরিষদ গঠিত হবে।
গতকাল রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের প্রাপ্তি নিয়ে জানতে চাইলে নাহিদ বলেন, যে আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হয়নি। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল সবারই দায়িত্ব ছিল। যেহেতু অন্তর্বর্তী সরকারের কাছে সব ক্ষমতা, তাদের দায়িত্ব বেশি ছিল। জুলাই সনদের মাধ্যমে হয়তো এর আংশিক পাওয়া যাবে। জুলাইয়ের নাম ব্যবহার করে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এনসিপি, বৈষম্যবিরোধী বা জুলাইয়ের নাম ব্যবহার করে কেউ অপকর্মের চেষ্টা করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা দলীয়ভাবেও ব্যবস্থা নিচ্ছি। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যবস্থা নেয়, আশা করা যায় এটা আর হবে না। যারা অসাধু কাজ করছে তাদের কঠোর বিচার হওয়া উচিত। তিনি আরও বলেন, শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতা-কর্মীরা যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিলোপ ঘটাতে হবে। এটাই আমাদের সবার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। নাহিদ বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার বিকালে (আজ) সমাবেশের মাধ্যমে এনসিপির দেশব্যাপী চলা জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সেখানে আমরা নতুন বাংলাদেশের জন্য কর্মসূচি ও রাষ্ট্র ভাবনার রূপকল্প প্রকাশ করব। জুলাই সনদের দাবির পাশাপাশি বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল-আমিন, এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।