চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের হত্যায় ধরন পাল্টিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এখন তারা গুলি করার বদলে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ ফেলে দিচ্ছে নদীতে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এভাবে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে ২ আগস্ট ক্ষতবিক্ষত দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার মর্তুজা রেজার ছেলে সেলিম রেজা (৩৫)। দুজনকেই বিএসএফ আটকের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ও সেলিম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালান কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত ২৮ জুলাই তারা নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। যদিও পরিবারের স্বজনদের দাবি, তারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নিহত শফিকুলের বোনজামাই ও মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিন জানান, নির্যাতন করেই তাদের হত্যা করা হয়। তাদের সারা শরীরে অনেক নির্যাতনের চিহ্ন রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পোড়া ফোসকার মতো। এ ছাড়াও শফিকুলের অনেক দাঁত ভাঙা পাওয়া গেছে। বিএসএফ সদস্যরা তাদের নির্যাতন করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে। সমির উদ্দিন আরও জানান, গত ৩০ জুলাই বিকালে স্থানীয়রা প্রথমে শফিকুলের মৃতদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি, পুলিশ, নৌ-পুলিশের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে সেলিমের লাশও একই এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ সেলিমের মৃতদেহ উদ্ধার করে। এর আগে গত ১৯ জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত দিয়ে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ লাল চাঁন চোরাই পথে গরু আনার জন্য ভারতে যান। এরপর আর তিনি ফিরে আসতে পারেননি। তার কোনো খোঁজও মিলছিল না। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। তবে স্বজনরা সন্ধ্যায় মোহাম্মদ লাল চাঁনের লাশ গোপনে নাচোল উপজেলার নেজামপুরে দাফন করেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, ৩০ জুলাই গভীর রাতে জহুরপুর বিওপির ১৬/৭ সীমান্ত পিলারের কাছ দিয়ে পাঁচজন চোরাকারবারি গরু আনার জন্য ভারতে যান। এ সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে চারজন পালিয়ে আসেন এবং মোহাম্মদ লাল চাঁন (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়। লাল চাঁনের দাফন কাজের সঙ্গে যুক্তরা জানান, তার পা বিদ্যুৎ শকে পোড়া অবস্থায় দেখা গেছে। তিন হত্যার ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মৃতদেহ উদ্ধারের ঘটনা সীমান্ত এলাকায় হওয়ায় এবং স্থানীয়ভাবে ঘটনা জানার পর ক্যাম্প কমান্ডার পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ অবস্থায় সীমান্তে হতাহতের ঘটনারোধে অবৈধ পথে ভারত না যাওয়ার জন্য সীমান্ত এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, গত দুই সপ্তাহের ব্যবধানে বিএসএফ বাংলাদেশিদের হত্যার ধরন পাল্টিয়ে গুলির পরিবর্তে নির্মম নির্যাতনের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে লাশ সীমান্তে ফেলে রাখছে বা নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করে বিএসএফের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শিরোনাম
- অতিরিক্ত লাগেজ নিয়ে সংঘর্ষ, স্পাইসজেটের ৪ কর্মীকে মারধর সেনা কর্মকর্তার
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত
- ‘গাজার গণহত্যা বন্ধ করো’ সিডনি ব্রিজে লাখো মানুষের পদযাত্রা
- ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টি সম্ভাবনা
- মাহাদী হত্যা মামলায় ইনু-মেনন-পলক গ্রেফতার
- চিলির খনিতে আটকে পড়া শ্রমিকদের কেউই আর বেঁচে নেই
- যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, নতুন বিশ্বরেকর্ড
- ইঞ্জিন বিকল, উড্ডয়নের দেড় ঘণ্টা পর জরুরি অবতরণ
- প্রথম দফাতেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প, বাধা হয়ে দাঁড়ায় কোভিড
- সারা দেশে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
- আল-আকসা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- বিচার ব্যবস্থায় মধ্যস্থতার ব্যবহার বাড়াতে আইনজীবীদের প্রশিক্ষণ
- তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ আগস্ট)
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
সীমান্তে তিন নিষ্ঠুর হত্যা নিয়ে যত প্রশ্ন
অভিযোগের তির বিএসএফের দিকে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর