চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের হত্যায় ধরন পাল্টিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এখন তারা গুলি করার বদলে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ ফেলে দিচ্ছে নদীতে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এভাবে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে ২ আগস্ট ক্ষতবিক্ষত দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার মর্তুজা রেজার ছেলে সেলিম রেজা (৩৫)। দুজনকেই বিএসএফ আটকের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ও সেলিম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালান কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত ২৮ জুলাই তারা নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। যদিও পরিবারের স্বজনদের দাবি, তারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নিহত শফিকুলের বোনজামাই ও মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিন জানান, নির্যাতন করেই তাদের হত্যা করা হয়। তাদের সারা শরীরে অনেক নির্যাতনের চিহ্ন রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পোড়া ফোসকার মতো। এ ছাড়াও শফিকুলের অনেক দাঁত ভাঙা পাওয়া গেছে। বিএসএফ সদস্যরা তাদের নির্যাতন করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে। সমির উদ্দিন আরও জানান, গত ৩০ জুলাই বিকালে স্থানীয়রা প্রথমে শফিকুলের মৃতদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি, পুলিশ, নৌ-পুলিশের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে সেলিমের লাশও একই এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ সেলিমের মৃতদেহ উদ্ধার করে। এর আগে গত ১৯ জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত দিয়ে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ লাল চাঁন চোরাই পথে গরু আনার জন্য ভারতে যান। এরপর আর তিনি ফিরে আসতে পারেননি। তার কোনো খোঁজও মিলছিল না। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। তবে স্বজনরা সন্ধ্যায় মোহাম্মদ লাল চাঁনের লাশ গোপনে নাচোল উপজেলার নেজামপুরে দাফন করেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, ৩০ জুলাই গভীর রাতে জহুরপুর বিওপির ১৬/৭ সীমান্ত পিলারের কাছ দিয়ে পাঁচজন চোরাকারবারি গরু আনার জন্য ভারতে যান। এ সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে চারজন পালিয়ে আসেন এবং মোহাম্মদ লাল চাঁন (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়। লাল চাঁনের দাফন কাজের সঙ্গে যুক্তরা জানান, তার পা বিদ্যুৎ শকে পোড়া অবস্থায় দেখা গেছে। তিন হত্যার ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মৃতদেহ উদ্ধারের ঘটনা সীমান্ত এলাকায় হওয়ায় এবং স্থানীয়ভাবে ঘটনা জানার পর ক্যাম্প কমান্ডার পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ অবস্থায় সীমান্তে হতাহতের ঘটনারোধে অবৈধ পথে ভারত না যাওয়ার জন্য সীমান্ত এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, গত দুই সপ্তাহের ব্যবধানে বিএসএফ বাংলাদেশিদের হত্যার ধরন পাল্টিয়ে গুলির পরিবর্তে নির্মম নির্যাতনের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে লাশ সীমান্তে ফেলে রাখছে বা নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করে বিএসএফের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শিরোনাম
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
- ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
- শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে বিএনপি : আবুল খায়ের
সীমান্তে তিন নিষ্ঠুর হত্যা নিয়ে যত প্রশ্ন
অভিযোগের তির বিএসএফের দিকে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর