ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে লাশ সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল শুরু হয়।
গতকাল বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে ছেড়ে যাওয়া মাধবপুরগামী একটি মোটরসাইকেল অপর দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের চার আরোহীর মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান, একই গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন, জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে সুমন মিয়া ও জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম, রংপুর জেলা খামার মোহনা গ্রামের মো. ফজু মিয়ার ছেলে মো. মনিরুজ্জামান। আহতরা হলেন চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), একই এলাকার ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও চান্দুরা কালীসীমা গ্রামের সিএনজিচালক আল আমিন (২৪)। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।