জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ মামলার ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপনের জন্য আগামী ১৬ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সারওয়ার জাহান। অভিযোগ আসামিকে পড়ে শোনান তিনি। এরপর নিজেকে নির্দোষ দাবি করেন আসামি চঞ্চল। শুনানি শেষে অব্যাহতির আবেদন খারিজ করে পাঁচ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এ মামলার সব আসামিই বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য, অপরাধ সংঘটনের সময় তারা ডিএমপিতে ছিলেন।
পাঁচ আসামির মধ্যে চারজনই পলাতক। তারা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূইয়া।
গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যাচাইবাছাইয়ের পর গত ৭ আগস্ট তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। পরে ১০ আগস্ট এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।