সিলেটে অপারেশনের ভয়ে হাসপাতালের নয় তলা থেকে ঝাঁপ দিয়ে ফয়েজ আহমদ (৩০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেলে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ সিলেটের কানাইঘাটের বাসিন্দা।
জানা গেছে, মূত্রথলি ও মূত্রনালির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফয়েজ। গতকাল সকালে তার অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের ভয়ে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের নয় তলার সিঁড়ির জানালা দিয়ে তিনি নিচে ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হলে রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিয়ে ফয়েজ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।