বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আবারও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আমরা অপেক্ষায় ছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছি।
আন্দোলনকারী শিক্ষার্থী আবদুর রহমান জানান, গত ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন। বাস্তবে আছে মাত্র ৩৬টি। কক্ষ-সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করাতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটের কারণে বেশির ভাগ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা।
ববির ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তবে প্রতিটা কাজের প্রক্রিয়া আছে। আমাদের নতুন ভবন তৈরির জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডির কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। অন্যদিকে জমি অধিগ্রহণের জন্য আমাদের সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের কথা হয়েছে। এ ব্যাপারে তিনি খুবই আন্তরিক। পরিবহন সমস্যার সমাধানের জন্য নতুন অর্থবছরে পরিবহন কেনা হবে।