গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামে প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৩টায় আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের প্রতিবাদে ‘ক্রাউন সিমেন্ট’ রেডিমিক্স ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত যুবক একজন মানসিক রোগী। রাতে সে আইলপাড়া এলাকায় হাঁটাচলা করত। শনিবার রাত সাড়ে ৩টায় আইলাপাড়ার কাঠপট্টি এলাকার ‘ক্রাউন সিমেন্ট’ রেডিমিক্স ফ্যাক্টরির সামনে গিয়ে কোম্পানির একটি গাড়িতে ঢিল ছুড়ে। পরে ফ্যাক্টরির লোকজন তাকে আটক করে ছিনতাইকারী আখ্যা দিয়ে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাদ হোসেনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ‘ক্রাউন সিমেন্ট’ রেডিমিক্স ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়।
সাজ্জাদ ‘মানসিক ভারসাম্যহীন’ জানিয়ে তার মামা আল আমিন হোসেন বলেন, ‘সাজ্জাদ তো পাগলের মতো, এলাকার সবাই জানে। রাতে ঈদগাহের সামনের রাস্তায় ক্রাউন সিমেন্টের গাড়িতে ঢিল দিছিল। এ কারণে ওরে ধইরা কারখানার ভিতরে নিয়া রাতভর পিটাইয়া মারছে।’ চার ভাই বোনের মধ্যে বড় সাজ্জাদ নবম শ্রেণির পর পড়াশোনা করা ছেড়ে দেয়।