চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন (২৪) নামের এক প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমপুর এলাকায় ছাত্রলীগ নেতা ফাহিম তাকে ছুরিকাঘাত করে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের শিকার মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। পূর্বশত্রুতার জেরে ফাহিম তাকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।