নরসিংদীর আলোকবালিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গৃহবধূর মৃত্যু হয়েছে। আলোকবালি ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার (৩৫) সাতপাড়ার রায়েস আলীর স্ত্রী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে বৃহস্পতিবার ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়। এর জেরে গতকাল দুপুরে প্রতিপক্ষরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌসী আক্তার। বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।