সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য সোহেল চৌধুরীর (৫০) মৃত্যু কেন্দ্র করে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। গতকাল সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। বেলা ১১টার দিকে হেফাজতে ইসলাম ও বাস মালিক সমিতিকে নিয়ে বৈঠকে বসে পুলিশ। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গহিরায় বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবুল মহসীন চৌধুরীর ছেলে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে ১১টার দিকে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।