বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশে এখন পাঁচ মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ আছে। মুদ্রাস্ফীতি ১২ দশমিক ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। গত দুই এক মাসে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নেমে আসার কথা থাকলেও চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় তা হয়নি। বর্তমানে চালের দাম কমতে শুরু করেছে।
প্রেস সচিব আরও জানান, স্টার্টআপের জন্য ব্যাংকগুলো থেকে ৯০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ৬০০ কোটি টাকা দেওয়া হবে। এ ছাড়া সরকার দেশের ৯টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তবে কোন ৯টি লিজিং কোম্পানি অবসায়ন করা হচ্ছে এ ব্যাপারে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে সে তথ্য নেই বলে জানান। পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা আলবেনিয়ার প্রেসিডেন্ট ও কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দুটি দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিসাজনিত জটিলতা দূরীকরণে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিরিক্ত প্রচেষ্টার নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব।